হঠাৎ খাদে বাস, গেল ৪০ প্রাণ

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়েছে। এতে অন্তত ৪০ নিহত হয়েছে। নিহতের মধ্যে ছয় শিশুও রয়েছে। বাসটিতে মোট ৭০ জন যাত্রী ছিল। ৩০ জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি জাগতিয়াল জেলার একটি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায়।
স্থানীয়রা জানিযেছেন, বাসটি কোন্দাগাট্টু থেকে জাগতিয়াল ফিরছিল। শনিভারাপেত গ্রামের কাছে এলে এটি ছিটকে উপত্যকায় পড়ে যায়।
তেলেঙ্গানার ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এ ঘটনায শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেকের জন্য ৫ লাখ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তার আসল কারণ এখনো জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভভত গাড়িটির নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি ছিল। বাসটিতে থাকা যাত্রীরা একটি মন্দির পরিদর্শণ শেষে বাড়ি ফিরছিল।
জাগতিয়াল জেলা কালেক্টর এ শারৎ বলেছেন, ‘স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুরের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।
এমএ