ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


এভারেস্ট থেকে তিন হাজার কেজি ময়লা অপসারণ


১ মে ২০১৯ ০১:৪৭

ছবি সংগৃহিত

নেপাল সরকার বিশ্বের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ এভারেস্ট থেকে আবর্জনা অপসারণের উচ্চবিলাসী প্রকল্প হাতে নিয়েছে। গত ১৪ এপ্রিল নেপালি নববর্ষের দিন থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের মাধ্যমে ইতোমধ্যে তিন হাজার কেজি আবর্জনা সংগ্রহ করা হয়েছে।

বর্তমান সময়ে ‘ময়লার ভাগাড়ে’ পরিণত হওয়া এভারেস্ট রক্ষায় এমন পদক্ষেপ নিয়েছে নেপাল সরকার।

সলুকুম্ভ জেলার কুম্ভ পাসাসাংহ্লামু রুরাল মিউনিসিপ্যালিটির নেতৃত্বে শুরু হওয়া এই ‘এভারেস্ট ক্লিনিং ক্যাম্পেইন’ ৪৫ দিন ধরে চলবে।

এসময়ের মধ্যে প্রায় ১০ হাজার কেজি আবর্জনা অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে তারা।
পর্যটন বিভাগের মহাপরিচালক দান্দু রাজ গিমিরে রোববার এক সংবাদ সম্মেলনে জানান, আমরা এখন পর্যন্ত তিন হাজার কেজি আবর্জনা সংগ্রহ করেছি। এর মধ্যে রিসাইকেল করার জন্য দুই হাজার কেজি ওখারদুঙ্গায় পাঠানো হয়েছে এবং বাকি এক হাজার কেজি আবর্জনা নেপালি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে কাঠমান্ডু নিয়ে আসা হয়েছে।

তিনি আরো জানান, আমাদের টিম এখন ক্লিনিং ক্যাম্পেইনের জন্য এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছে। খাদ্য, পানি ও থাকার ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় বেস ক্যাম্প এলাকা থেকে প্রায় পাঁচ হাজার কেজি আবর্জনা অপসারণ করা হবে।

এছাড়া সাউথ কোল এলাকা থেকে দুই হাজার কেজি এবং ক্যাম্প ২ ও ক্যাম্প ৩-র এলাকা থেকে প্রায় তিন হাজার আবর্জনা অপসারণ করা হবে।এভারেস্ট থেকে আবর্জনা অপসারণের এই প্রকল্পে প্রায় দুই কোটি ৩০ লাখ নেপালি রুপি খরচ হবে বলেও জানিয়েছে গিমিরে।

নতুনসময়/এসআই