ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


৮ বছরের শিশুকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেপ্তার !


৩০ এপ্রিল ২০১৯ ২৩:৪১

আট বছরের কন্যাকে মাসের পর মাস নিয়মিত ধর্ষণের অভিযোগে উঠেছে এক বাবার বিরুদ্ধে। স্ত্রীর মৃত্যুর পর থেকেই ওই ব্যক্তি এই অপরাধ করে চলেছে বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে ভারতের গুরুগ্রামের পতৌদি এলাকায়। গত কয়েকদিন শিশুটির আচরণে বদল দেখে সন্দেহ হওয়ায় পুলিশে অভিযোগ দায়ের করেন প্রতিবেশীরা। তারা যখন মেয়েটির দুঃখের কারণ জিজ্ঞেস করে, তখন সেই একরত্তি মেয়ে জানায় দিনের পর দিন তার বাবা তাকে যৌন নিগ্রহ করে চলেছে।

শিশুটির অভিযোগ, মা মারা যাওয়ার পর থেকেই তার উপর যৌন অত্যাচার চালায় বাবা। গত সপ্তাহে দু বার তাকে ধর্ষণ করে শারীরিক ও মানসিকভাবে প্রবল আঘাত করেছে সেই পিশাচ পিতা।


পুলিশ প্রতিবেশীদের থেকে অভিযোগ পেয়ে লোকটিকে গ্রেফতার করেছে। মামলা হয়েছে পক্সো ধারায়। মেয়েটিকে কাউন্সেলিং করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত সপ্তাহে একই রকম ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। স্ত্রীর মৃত্যুর পর ১৩ বছরের কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

নতুনসময়/আইকে