ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


বাস খাদে পড়ে নিহত ১২, আহত ২৪


২৮ এপ্রিল ২০১৯ ২৩:১১

ভারতের হিমাচল প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুই'শ ফুট গভীর খাদে পড়ে নারী-শিশুসহ ১২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২৪ জন যাত্রী।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রদেশের পাঠান কোট এবং ডালহৌসির মধ্যবর্তী চাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয় ডালহৌসির ডেপুটি পুলিশ সুপার মনিকা ভুটুনগুরু গণমাধ্যমকে জানিয়েছেন, বাসটি পাঠান কোট থেকে ডালহৌসি যাওয়ার পথে চাম্বা এলাকায় এলে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক রাজ্য পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দুর্ঘটনায় হতাহতের জন্য দ্রুত সব ধরনের সাহায্য-সহযোগিতা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।


নতুনসময়/এনএইচ