মোদি-অমিতের বিরুদ্ধে আদালতে যেতে পারে কংগ্রেস

ভারতের মডেল কোড লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহর বিরুদ্ধে আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস।
শনিবার সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের নিরব ভূমিকা ও মোদি-অমিতের বিরুদ্ধে আদালতের যাওয়ার ইঙ্গিত দেয় কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভি।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনে বার বার মডেল কোড ভঙ্গ করছেন ওই দু’জন। এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব। তাই এ বিষয়ে প্রতিকার পেতে কংগ্রেসের আদালতে যাওয়ার অধিকার আছে।
কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভি বলেন, মডেল কোড লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে যাওয়ার অধিকার আছে আমাদের। আমরা সেদিকে যেতে পারি। এ সময় তিনি নির্বাচন কমিশনকে ‘মেগা পুলিশম্যান’ আখ্যায়িত করেন।
নির্বাচন কমিশনকে ‘ইলেকশন অমিশন’ কটাক্ষ করে অভিষেক মানু সিংভি বলেন, নির্বাচন কমিশনের চোখ অন্ধ হয়ে গেছে। মোদি এবং অমিত শাহ কি আচরণবিধির বাইরে কিনা তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। নির্বাচন কমিশনের আচরণবিধিকে তিনি ‘মোদি কোড অব কন্ডাক্ট’ বা মোদির আচরণবিধি বলে আখ্যায়িত করেন।
মানু সিংভি অভিযোগ করেন, তিনটি ক্যাটেগরিতে মোদি ও শাহ আচরণবিধি ভঙ্গনের জন্য দায়ী। তা হলো, ভোটারদের মেরুকরণ করা, নির্বাচনী প্রচারণায় সশস্ত্র বাহিনীকে টেনে আনা ও নির্বাচনের দিনে নির্বাচনী র্যালি করা। সিংভি আরো বলেন, আমাদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন বেশ কিছু নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার প্রশংসা করি আমরা। এই ধারা যদিই টিকে থাকে তাহলে কেন মোদি ও শাহর বিরুদ্ধে তা প্রয়োগ করা হচ্ছে না।
নতুনসময়/আইকে