ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


এবার যুক্তরাষ্ট্রে হামলা


২৮ এপ্রিল ২০১৯ ২০:১২

শ্রীলঙ্কায় গির্জা এবং হোটেলে সিরিজ বোমা হামলার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলার ঘটনা ঘটলো।

রবিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের পওয়ের একটি সিনাগগে এই হামলা হয়।

এতে রিপোর্ট লেখা পর্যন্ত বন্দুকধারীর হামলায় অন্তত ১ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৯ বছরের যুবককে আটক করা হয়েছে।

শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন। পুলিশ হামলার কারণ জানাতে পারেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ২৫৩ জন নিহত হয়। আহত হয় আরও পাঁচ শতাধিক।

নতুনসময়/এনএইচ