ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


খুতবা শুনতে শুনতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন


২৮ এপ্রিল ২০১৯ ০৪:২১

শুক্রবার মসজিদে জুমার খুতবা শুনতে শুনতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জর্ডানের মুসলিম বাদ্রারহুডের অন্যতম নেতা ও দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার আব্দুল-লতিফ আরাবিয়াত। শুক্রবার জর্ডানের রাজধানী আম্মানের একটি মসজিদে এ ঘটনা ঘটে।

ইসলামিক অ্যাকশন ফ্রন্টের (জর্ডানে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক বাহিনী) সেক্রেটারি জেনারেল মুরাদ আল-আদায়লার বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এ তথ্য জানায়।

তিনি জানান জুমার খুতবা চলাকালীন প্রথমে অচেতন হয়ে পড়েন আব্দুল লতিফ আরাবিয়াত। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

১৯৯০ থেকে ১৯৯৩ পর্যন্ত লাগাতার তিনবার জর্ডান পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৮৬ বছর বয়সী আব্দুল লতিফ আম্মানের আল-সল্ট শহরে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন।

ইসলামিক অ্যাকশন ফ্রন্টের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।


নতুনসময়/এনএইচ