পেট্রল-ডিজেল মিলবে ৫০ থেকে ৫৫ টাকায়

পেট্রল-ডিজেল মিলবে ৫০ থেকে ৫৫ টাকায় এমনটাই জানালেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করী।
পেট্রোপণ্যের দাম দিয়ে যখন বিরোধীরা বন্ধ ডেকেছে, প্রতিবাদে রাস্তায় নেমেছে, তখনই কেন্দ্রীয় মন্ত্রীর এমন বিবৃতি সাড়া ফেলে দিয়েছে।
তারপরেই মন্ত্রী নীতিন গড়করী জানান, সারা দেশে কেন্দ্রীয় সরকার পাঁচটি ইথানল তৈরির কারখানা তৈরি করছে। ইথানল তৈরি হবে খড়, বাঁশ, মিউনিসিপ্যালিটির বর্জ্য ইত্যাদি দিয়ে। বিকল্প জ্বালানির ব্যবস্থা হয়ে গেলেই পেট্রল ও ডিজেলের উপর নির্ভরতা কমে যাবে। তখনই প্রতি লিটার পেট্রলের দাম ৫৫ টাকা ও প্রতি লিটার ডিজেলের দাম ৫০ টাকা হয়ে যাবে।
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, ‘‘আমরা ৮ লাখ কোটি টাকার পেট্রল ও ডিজেল আমদানি করছি। দামও বাড়ছে। ডলারের প্রেক্ষিতে টাকার দাম কমছে। আমি গত ১৫ বছর ধরে বলছি কৃষক, আদিবাসী ও বনবাসীরা ইথানল, মিথানল, জৈব-জ্বালানি তৈরি করতে পারে।’’
সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে অটো রিক্সা, বাস, ট্যাক্সি— যেগুলি বিকল্প জ্বালানিতে চালানো হচ্ছে তাদের পারমিট দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
আরআইএস