ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


আলিঙ্গনরত অবস্থায় ভেসে উঠলো প্রেমিক যুগলের মৃতদেহ


২৩ এপ্রিল ২০১৯ ০০:৪৫

পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিকটবর্তী তিস্তা ক্যানেলে ভেসে উঠলো প্রেমিক যুগলের মৃতদেহ। রবিবার সকালে গাজোলডোবার কাছে চেউলিবাড়ি এলাকায় তিস্তার ক্যানেলের এমন দৃশ্য এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছে আমবাড়ি থানার পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, রবিবার সকালে গাজোলডোবার কাছে চেউলিবাড়ি এলাকার তিস্তা ক্যানেলে ভেসে ওঠে প্রেমিক যুগলের দেহ। দেহদুটি আলিঙ্গনরত অবস্থায় ওড়না দিয়ে বাঁধা ছিল। স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান, ওড়না দিয়ে দু'জন দু'জনকে বেঁধে তিস্তা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তবে এখনো প্রেমিক যুগলের পরিচয় জানতে পারেনি পুলিশ।

নতুনসময়/এনএইচ