পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। সম্প্রতি এ অমানবিক ঘটনা ঘটে আগরতলা শহর দক্ষিণের বাধার ঘাটের সৃপল্লী এলাকায়। অভিযোগ পেয়ে ইতোমধ্যে সেই শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে পুত্রবধূ সোমবার রাতে ছুটে যায় নগরীর আমতলী থানায়। অভিযোগ পেয়ে আমতলী থানায় পুলিশ অভিযুক্ত শশুর প্রবীর দাস ও অভিজোগ কারির স্বামী প্রণব দাসকে গ্রেফতার করে।
অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ড বিধি ৩৭৬ ও ৪৯৮ ধারায় মামলা গ্রহণ করে। এবং পুলিশ মঙ্গলবার আদালতে তোলে। আদালত মূল অভিযুক্ত প্রবির দাসকে জেল হেফাজতে পাঠায় ও স্বামী প্রণব দাসকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেন।
নতুনসময়/আইকে