ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


বোমা হামলার পর শ্রীলঙ্কায় এবার মসজিদে হামলা


২২ এপ্রিল ২০১৯ ২১:৪৫

ছবি সংগৃহিত

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর আজ সোমাবার (২২ এপ্রিল) দেশটির উত্তর-পশ্চিমমাঞ্চলে একটি মসজিদে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ভাংচুর চালানো হয়েছে মুসলিম মালিকানাধীন বেশ কয়েকটি দোকানে।

এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিদেশি সংবাদ মাধ্যম দ্যা হিন্দুবিজনেসলাইনে এমন খবর প্রকাশ পায়।

এর আগে, রোববার (২১ এপ্রিল) ইস্টার সানডের অনুষ্ঠান চলাকালে একাধিক গির্জায় ভয়াবহ বোমা হামলা হয়। এই ঘটনায় সন্দেহভাজন ২৪ জনকে আটক করেছে দেশটির আইনশৃংঙ্খলা বাহিনী।

বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। তবে বলা হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় আহত হয়েছেন ৫শ জনের বেশি মানুষ।

 

নতুন সময়/এসআই