ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


প্রতিশোধ না নেয়ার জন্য শ্রীলঙ্কার জনগণের প্রতি কার্ডিনালের আহ্বান


২২ এপ্রিল ২০১৯ ০৩:২৮

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় গুজবের ওপর ভিত্তি করে কোন ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ না নেয়ার জন্য শ্রীলঙ্কার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কলম্বোর কার্ডিনাল আর্চবিশপ ম্যালকম রানজিথ।

বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে এবং শান্তির পক্ষে কাজ করতে বলেছেন।

কার্ডিনাল আর্চবিশপ ম্যালকম রানজিথ আরও বলেন, “আমাদের সবার জন্য এটা খুবই দুঃখজনক এক পরিস্থিতি। ইস্টার সানডে-তে এধরনের কোন হামলা হতে পারে আমরা কল্পনাও করিনি। যে গির্জাগুলিকে লক্ষ্য করে হামলা হয়েছে তার মধ্যে দুটি – কচিকাডেতে সেন্ট এন্টনি গির্জা এবং নেগাম্বোতে সেন্ট সেবাস্টিয়ান গির্জায় বিস্ফোরণগুলো খুবই শক্তিশালী ছিল।

তিনি আরও বলেন, “তারা হামলা করার জন্য এমন এক দিন বেছে নিয়েছে যেদিন বহু মানুষ গির্জায় আসবেন উপাসনা করার জন্য এবং গির্জাগুলো মানুষে ভর্তি থাকবে।“

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত শতাধিকেরও বেশি নিহতের খবর পাওয়া গেছে।

নতুনসময়/এনএইচ