শ্রীলঙ্কায় হোটেল ও গীর্জা হামলায় শতাধিক নিহত

শ্রীলঙ্কায় ছয়টি সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেখানকার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেলে একই সময় ওই হামলা চালানো হয়। খবর ইন্ডিয়া টুডের।
পরিচয়বিহীন এক সূত্রের বরাত দিয়ে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ ওই বিস্ফোরণের পর রাজধানী কলম্বোর হাসপাতালে অন্তত শতাধিক আহতদের ভর্তি করানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার স্টার সানডের দিন সকালে চালানো ওই হামলায় আরও প্রায় তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।
রোববার (২১ এপ্রিল) সকালে দেশটির রাজধানী কলম্বোর ইস্টার সানডের প্রার্থনা চলাবস্থায় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনা ঘটে।
কলোম্বো পুলিশ বলছে, কারা এ বোমা হামলা করেছে তা এখনও পরিষ্কার নয়। আমাদের কর্মীরা আহতদের উদ্ধারে কাজ করছেন। তবে এখনও পর্যন্ত কোনও গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি
নতুন সময়/এসআই