ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


পশ্চিমবঙ্গে বিজেপি 'রসগোল্লা' পাবে: মমতা ব্যনার্জী


২১ এপ্রিল ২০১৯ ০০:৪০

পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারে ক্ষমতাসীন দল বিজেপি 'রসগোল্লা' (শূন্য আসন) পাবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যনার্জী। তিনি শুক্রবার বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে তারা এখানে দুইটি সিট পেয়েছিল। এবার তারা বড় আকারের একটা রসগোল্লা পাবে। দিল্লির লাড্ডু যে যে খেয়েছে সেই অনুশোচনা করেছে।

মমতা বলেন, পাঁচ বছর আগে তিনি (ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি) নিজেকে চাওয়ালা বলেছিলেন। এখন বলছেন তিনি চৌকিদার। নির্বাচনে হেরে তার সাথে যা থাকবে তা হল চৌকি।

ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলিকে চাওয়ালা প্রধানমন্ত্রীর (মোদি) কেটলি বলে আখ্যা দেন মমতা। তিনি বলেন, বিজেপির কথা শুনবেন না। আগামীতে তারা ক্ষমতায় আসবে না। তাহলে আপনাদের কে দেখবে।
কয়েকদিন আগে মমতা বিজেপি ও কংগ্রসকে জাতীয় দল হিসেবে দম্ভ করা বন্ধ করতেও সতর্ক করে দিয়েছিলেন।

নতুনসময়/এনএইচ