ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


মাওবাদীদের ভয়াবহ হামলায় বিধায়কসহ নিহত ৫


১০ এপ্রিল ২০১৯ ০৭:১৭

ফাইল ছবি

মঙ্গলবার দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মাওবাদীদের ভয়াবহ হামলায় ৬ জন নিহত হয়েছে। সোমবার বিকেলে বিজিবির বহরে এ হামলা চালানো হয় । নিহতদের মধ্যে ভীমা মান্দাভির বিজেপির বিধায়ক। অপর নিহত চারজন তার গাড়িবহরে থাকা নিরাপত্তাকর্মী।

এ ঘটনায় দান্তেওয়াড়া জেলার পুলিশ প্রধান পল্লব জানান, এ হামলায় এক বিজেপি এমএলএসহ পাঁচজন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বিকালে ওই জেলা দিয়ে ভীমা মান্দাভির গাড়িবহর যাওয়ায় সময় মাওবাদীরা রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।

ছত্তিশগড় পুলিশপ্রধান ডিএম অয়সথি পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।