গণধর্ষণের শিকার তরুণী ট্যাটু করলেন ধর্ষকদের নাম

মরোক্কাতে ১৭ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। খাদিজা নামের সেই তরুণী ধর্ষণকারীদের তালিকা তার হাতে ট্যাটু করে লিখে রেখেছে যাতে করে তাদের সহজেই গ্রেপ্তার ও বিচার করা যায়। অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১২ জনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্ষণের শিকার খাদিজা স্থানীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাতকারে জানানব, তাকে অপহরণ করে দুই মাস আটকে রেখে ১০-১৫ জন মিলে পালাক্রমে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
সম্প্রতি মরোক্কোতে নারী অধিকারের ওপর একটি নতুন আইন করা হয়েছে, যেখানে যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের দিকে যাচ্ছে দেশটির সরকার।
মিডিয়াতে দেয়া এক সাক্ষাতকারে খাদিজা নামের সেই ধর্ষিতা মেয়েটি জানান, ধর্ষণের ঘটনায় কেবলমাত্র তিনজনকে চিহ্নিত করা হয়েছে। রামজান মাসে কেন্দ্রীয় মরক্কোতে আত্মীয়ের বাড়ি গেলে সেখান থেকে তাকে অপহরণ করা হয়। এরপর তার ওপর শুরু হয় শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। ১৫ জন ধর্ষণকারী ছদ্মবেশে এসে তাকে ধর্ষণ করেন। এরইমধ্যে তিনজনের নাম তার হাতে ট্যাটু করে লেখা হয়েছে।