প্রেমিককে সিমেন্টের ঢালাইয়ে কবর দিলো প্রেমিকা!

সাবেক প্রেমিককে সিমেন্ট দিয়ে ঢালাই করে জ্যান্ত কবর দিয়ে দিয়েছেন এক পাষণ্ড প্রেমিকা। এমনই ঘটনা ঘটেছে ইতালিতে।
নির্দয়তার পরিচয় দিয়ে সাবেক প্রেমিককে সিমেন্ট দিয়ে ঢালাই করে জ্যান্ত কবর দিয়ে দিয়েছেন। আর এক কাজ করতে সিসিলির চার মাফিয়াকে ভাড়া করেন ৬৪ বছর বয়সী ওই পাষণ্ড নারী।
৪১ বছর বয়সী এই প্রেমিকের নাম লামাজ আস্ত্রিদ। তিনি আলেবেনিয়ার নাগরিক ছিলেন। ২০১৩ সালে নিখোঁজ হওয়ার ছয় বছর পর সিসিলির সেনাগো এলাকার একটি বাড়ির পাথরের দেয়াল ভেঙে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।
গেল জানুয়ারিতে সংস্কারকাজের জন্য ওই ভবনটি ভাঙা হয়েছিল। তখনই বেরিয়ে আসে লামাজের দেহাবশেষ।
সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক পর্যায়ে ওই নারীর সব স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান লামাজ আস্ত্রিদ। বিষয়টি মেনে নিতে না পেরে সিমেন্ট দিয়ে ঢালাই করে প্রেমিককে জ্যান্ত কবর দেন ওই নারী।
সাবেক প্রেমিকের দেহাবশেষ উদ্ধারের খবর জানতে পেরে জেনোয়া বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টার সময় ওই নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
নতুনসময়/আইকে