ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সড়ক দুর্ঘটনার ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার (০৮ সেপ্টেম্বর) ৩৭ জন যাত্রী নিয়ে পশ্চিম জাভা দ্বীপের সুকাবুমি অঞ্চলের একটি হলিডে স্পটে যাওয়ার সময় একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় পুলিশ বলছে, দ্রুতগতিতে চালানোর কারনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে ১০ মিটার নিঁচের একটি গিরিখাতে পড়ে যায়।
বার্তাসংস্থা এএফপি সূত্রে জানা যায়, বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন, এদের মধ্যে ২১ জন নিহত এবং বাকি সবাই আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আইএমটি