ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


পাকিস্তানে আটক ভারতীয় পাইলট মুক্তি পাচ্ছেন আগামীকাল


১ মার্চ ২০১৯ ০৬:১৬

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট মুক্তি পাচ্ছেন আগামীকাল

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আগামীকালই মুক্তি দেয়া হচ্ছে । বৃহস্পতিবার পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

পার্লামেন্টের শুরুতেই বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই প্রাথমিকভাবে শান্তি আলোচনায় যাওয়ার কথা বলেন ইমরান। বলেন, তিনি যুদ্ধ চান না। তারপরেই জানিয়ে দেন, আগামীকাল, মানে শুক্রবার অভিনন্দন কে ছেড়ে দেয়া হবে।

গত বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। এর মধ্যে একটি বিমান কাশ্মীরে ভারত সীমান্তে পড়লেও অপরটি পড়ে পাকিস্তানের মধ্যে। ওই বিমানে থাকা পাইলটকে আটক করা হয়। পরে তার একটি ভিডিও প্রকাশ করা হয়।