ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


ক্রাউন প্রিন্সকে শেখ হাসিনার 'দুর্লভ' উপহার


২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৭

ক্রাউন প্রিন্সকে শেখ হাসিনার 'দুর্লভ' উপহার

আবুধাবির যুবরাজ ক্রাউন প্রিন্স শেখ মুহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গতকাল  সোমবার প্রেসিডেন্সিয়াল প্যালেসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় শেখ হাসিনা  ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আবুধাবি সফরকালে প্রয়াত প্রেসিডেন্ট  শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে তোলা বঙ্গবন্ধুর একটি দুর্লভ ছবি যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে উপহার দেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সায়মা ওয়াজেদ হোসেন পুতুল উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাহিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং মধ্যাহ্নভোজ করেন।

আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে দেশটির প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।