যুক্তরাষ্ট্রে কারখানায় বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রে কারখানায় বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত
যুক্তরাষ্ট্রের শিকাগোর উপকণ্ঠে একটি শিল্প এলাকায় শুক্রবার এক বন্দুকধারীর বেপরোয়া গুলিতে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। দেশটিতে এটি হচ্ছে সর্বশেষ ভয়াবহ গুলির ঘটনা। খবর এএফপি’র।
শিকাগোর মধ্যাঞ্চল থেকে ৬৫ কিলোমিটার দূরের ছোট উপশহর ইলিনোইসের অরোরায় একটি বৃহৎ শিল্প কারখানা চত্ত্বরে স্থানীয় সময় বেলা ১টা ২৮ মিনিটের দিকে এ গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কর্মকর্তারা সন্দেহভাজন বন্দুকধারীকে ঠেকাতে পদক্ষেপ নেয়। পরে সে গুলিতে নিহত হয়। তার নাম গ্যারি মার্টিন (৪৫)।
অরোরা পুলিশ প্রধান ক্রিস্টেন জিমান জানান, সেখানে বন্দুক হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এদের মধ্যে দু’জনকে এয়ার বাসে করে শিকাগো এলাকার ট্রমা সেন্টারে নেয়া হয়।
এক সংবাদ সম্মেলনে জিমান বলেন, এ হামলায় পাঁচজন নিহত হয়েছে।
গুলিবিদ্ধ কর্মকর্তাদের অবস্থার বা তাদের পরিচয়ের বিষয়ে পুলিশ কোন তথ্য জানায়নি।
পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত কিছু জানতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, ওই বন্দুকধারী একজন হতাশাগ্রস্ত কর্মচারি ছিল।