ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২


ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের বৈঠক


৯ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৫

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার সকালে দিল্লির জওহরলাল নেহেরু ভবনে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিবাদন জানান। একই সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ-ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) সভায় যোগ দেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. মোমেনের এটাই প্রথম বিদেশ সফর। দিল্লি থেকে শনিবার তার দেশে ফেরার কথা।