ইলেকট্রনিক সিগারেট বিস্ফোরণে তরুণের মৃত্যু

মুখে থাকা ই-সিগারেট বিস্ফোরিত হয়ে এক তরুণ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে ওই ঘটনা ঘটে।
তরুণের নাম উইলিয়াম ব্রাউন (২৪)। টেরেন্ট কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানায়, ই-সিগারেট বিস্ফোরিত হওয়ার দুদিন পর গত ২৯ জানুয়ারি ফোর্ট ওর্থ এলাকার উইলিয়াম ব্রাউন মারা যান। বার্তা সংস্থা এপি ও ইউএনবি এ তথ্য দিয়েছে।
বিস্ফোরণে ই-সিগারেটের ভাঙা টুকরোর আঘাতে উইলিয়ামের ঘাড়ের বাঁ দিকের ধমনী ছিঁড়ে যায় এবং খুলিতে গিয়ে বিদ্ধ হয়।
একই ধরনের দুর্ঘটনায় গত মে মাসে ফ্লোরিডায় এক ব্যক্তি মারা যান। কর্মকর্তারা জানান, সেন্ট পিটার্সবার্গের ৩৮ বছর বয়সী তালমাজে ডি এলিয়ার ই-সিগারেট বিস্ফোরিত হয়ে তাঁর খুলিতে দুটি ফাটল তৈরি করে। সেই সঙ্গে তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।