ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


বাংলাদেশের পাশে থাকবে ভারত


৩ জানুয়ারী ২০১৯ ০২:০০

প্রতিকি

বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ফোনালাপে এ আশ্বাস জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় মাহমুদ আলীকে মঙ্গলবার ফোন করে এ অভিনন্দন জানান তিনি ।


বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আশা ভবিষ্যতেও একসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম এইচ আলী তার সঙ্গে একসঙ্গে কাজ করবেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীও ফোন করার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণের স্বার্থে উভয় দেশ একসঙ্গে কাজের ধারা অব্যাহত রাখবে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এ বিজয়ের মধ্যদিয়ে দলটি ইতিহাস গড়তে যাচ্ছে। একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।