ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


বিশ্বে ৯৪ সাংবাদিক নিহত ২০১৮ সালে


২ জানুয়ারী ২০১৯ ০৩:০৭

ফাইল ফটো

২০১৮ সালে সবচেয়ে বেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।গত তিন বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে বেশী নিহতের ঘটনা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৯৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।

বিশ্বজুড়ে বছরের শেষে এসে হত্যার শিকার হওয়া সাংবাদিকদের তালিকা প্রকাশ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।

এদের তথ্য মতে ২০১৮ সালে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। দেশটিতে এ বছর ১৬ সাংবাদিক নিহত হয়েছেন। এরপর, মেক্সিকোতে নিহত হয়েছেন ১১ সাংবাদিক, ইয়েমেনে নয় এবং সিরিয়ায় আট সাংবাদিক।

সংস্থাটির তালিকা অনুযায়ী, ২০১৭ সালে ৮২ জন গণমাধ্যম কর্মীকে হত্যা করা হয়। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৯৩।

আইএফজের হিসাব অনুযায়ী, ২০১৮ সালে ৮৪ জন সাংবাদিক, ক্যামেরাম্যান, ফিক্সার এবং টেকনিশিয়ানকে পরিকল্পিত হত্যা, বোমা হামলা ও ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে। এছাড়া গণমাধ্যমে ড্রাইভার, নিরাপত্তারক্ষী এবং বিক্রিয় প্রতিনিধি হিসেবে কর্মরত আরও ১০ বিভিন্নভাবে নিহত হন। নিহত ৯৪ জনের মধ্যে ৬ জন নারী।সূত্র: মিডল ইস্ট মনিটর