ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


বিদেশ সফর বন্ধ করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


২৭ ডিসেম্বর ২০১৮ ০৫:১৫

ছবি সংগৃহিত

লোকসভা নির্বাচন সামনে রেখে জানুয়ারি থেকে আর বিদেশ সফরে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির গোহার। সামনে ২০১৯ সালের এপ্রিল অথবা মে মাসে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব কারণে নতুন বছর থেকে আর বিদেশ সফরে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের সূত্রে এ খবর জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।

জানা গেছে, সম্প্রতি পাঁচ রাজ্যে নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। উল্লেখযোগ্য তিনটি রাজ্য রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়ে ক্ষমতা হারিয়েছে তারা। পরাজয়ের দায় চাপানো হয়েছে রাজ্য নেতৃত্বের ঘাড়ে। তবে বিজেপির অনেকেই মনে করছেন, এই তিন রাজ্যে পরাজয়ের দায় শীর্ষ নেতৃত্বেরও রয়েছে। বিজেপির একাংশের যুক্তি, চলতি বছরে একাধিক বিদেশ সফরে ব্যস্ত থাকায়, প্রথম থেকে প্রধানমন্ত্রীকে নির্বাচনী প্রচারে পাওয়া যায়নি। এখনও পর্যন্ত নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদীই দলের প্রধান মুখ। এক বিজেপি নেতা রাজস্থানে পরাজয়ের উদাহরণ টেনে বলেন, নির্বাচনী প্রচারের শেষের দিকে একাধিক জায়গায় নরেন্দ্র মোদী ভাষণ দেওয়ায় রাজস্থানে পরাজয়ের ব্যবধান অনেকটাই কমেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাঁচ রাজ্যের পরাজয় থেকে শিক্ষা নিয়ে কি লোকসভা নির্বাচনের প্রচারণার শুরু থেকেই নরেন্দ্র মোদীকে কাজে লাগাতে চাইছেন অমিত শাহেরা। তাই ক্ষমতার হাত ছাড়া হয়ে যাওয়ার ভয়ে দেশের বাইরে যাওয়া বাদ দিয়েছেন নরেন্দ্র মোদী। গত বছর ১৪টি দেশ সফর করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।