ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ভারতে পুলিশকে মাথা ফাটল স্থানীয় লোকজন


২৫ ডিসেম্বর ২০১৮ ০০:৪৮

ছবি সংগৃহীত

ভারতের দুর্গাপুরে গরু চুরি নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে । জানা যায়, স্থানীয় লোকজন চোর সন্দেহে দুই যুবককে মারধর করে । ঘরের মধ্যে আটকে রাখে । পরে স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করতে গেলে জনতার হামলায় মাথা ফাটে পুলিশের ।

 

দুর্গাপুর থানা মাধ্যমে জানা যায়, ঘটনাটি শুরু রবিবার সকাল সাড়ে ১০টায় । বাসীন্দাদের অভিযোগ, ওই বস্তিতে চার জন যুবক একটি মালবাহী গাড়িতে একটি গরু তোলার চেষ্টা করছিল । এসময় এলাকাবাসী তাদের দেখে ফেললে দু’জন পালিয়ে গেলে বাকি দু’জনকে ধরা পড়ে ।


তাদের দাবি, কেন গরু তোলা হচ্ছিল জানতে চায়লে তারা বলে তাদেরকে কেউ এক জন পাঠিয়েছেন । গরুটি সেই ব্যক্তির বাগানের গাছ খেয়ে নিয়েছে । এজন্য গরুটি ধরা হচ্ছিল বলে ওই দুই যুবক জানান, ।

 

স্থানীয় লোকজন ওই দু’জনকে গরু চোর সন্দেহে হাত ধরে । পরে বেঁধে মারধর করে । ঘরে আটকে রাখে । পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যেতে ঘটনাস্থলে আসে ।


তারপর শুরু হয় গোলমাল।তারা পুলিশকে বলেন , এর আগেও বেশ কয়েকটি গরু চুরি হলেও থানায় অভিযোগ করে কোন কাজ হয়নি। এজন্য তারা আটককৃতদের ছাড়তে রাজি নয় । এই নিয়ে বেঁধে যায় পুলিশ- এলাকাবাসী দ্বন্দ্ব ।

 

কিছু টহলরত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ।