ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


আরো এক বছর দলকে নেতৃত্ব দিবেন থেরেসা মে


১৩ ডিসেম্বর ২০১৮ ২৩:২৯

ছবি সংগৃহিত

ইংল্যান্ডের কনজারভেটিভ দলের নেতৃত্বে থাকা নিয়ে আস্থা ভোটে টিকে গেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

এ যাত্রায় রক্ষা পেলেন থেরেসা মে; প্রধানমন্ত্রীত্ব হারাতে হচ্ছে না তাকে।

এবং আরো অন্তত এক বছর তিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন।

বুধবার রাতে ভোটাভুটিতে ২০০-১১৭ ব্যাবধানে বিজয়ী হন থেরেসা মে।

ফলে আস্থা ভোটে থেরেসা মে জিতেছেন ৮৩ ভোটে।

কনজারভেটিভ দলের ৬৩ শতাংশ এমপি ছিল তাঁর পক্ষে আর বিপক্ষে ভোট দিয়েছে ৩৭ শতাংশ।

এই ভোটে হেরে গেলে দলের প্রধানের পদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদও ছাড়তে হতো তাঁকে।

জয়ের পর থেরেসা মে দলের এমপিদের ধন্যবাদ জানানোর পাশাপাশি এটি ব্রেক্সিট বাস্তবায়নে তাঁকে সহায়তা করবে বলেও জানান।

মূলত ব্রেক্সিট নিয়েই দলে সমস্যার সূত্রপাত।

দু-দুজন ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী থেরেসা মের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

তারপর মন্ত্রিপরিষদ ছেড়ে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও।

এই ধারায় সর্বশেষ যোগ দেন বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়বিষয়ক প্রতিমন্ত্রী।

এ অবস্থার পরিপ্রেক্ষিতেই অনাস্থা ভোটের মুখোমুখি হন থেরেসা মে।

সং