বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে ইশার বিয়েতে ভারতে হিলারি ক্লিনটন

হিলারি ক্লিনটন গতকাল ৮ ডিসেম্বর ভারতের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে ইশা আম্বানির বিবাহপূর্ব অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
তার বাবা মুকেশ আম্বানি ভারতের একজন বিশিষ্ট ব্যবসায়ী।
তাই ইশার বিয়েতে শুরু হয়েছে রাজকীয় আয়োজন।
১২ ডিসেম্বর বিয়ের মূল অনুষ্ঠান হলেও শুক্রবার থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা।
আর বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পৌঁছে দিতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ বিমানের।
মার্কিন সাবেক ফাস্ট লেডি হিলারি ক্লিনটন ছাড়াও বলিউডের অনেক সুপারস্টার ইশা আম্বানির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
এদের মধ্যে ছিলেন, ক্যাটরিনা কাইফ, আমির খান, করণ জোহর, বরুন ধাওয়ান, নিক-প্রিয়াংকা, জাহ্নবিসহ বচ্চন পরিবারের অনেকে।
আগামী ১২ তারিখে উদয়পুরে হবে বিয়ের মূল অনুষ্ঠান।
সেখানে উপস্থিত হবেন অরিজিত্ সিং ও এ আর রহমানের মতো তারকারা।
ওই অনুষ্ঠান বিশেষ পারফরম্যান্স করবেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।