ঢাকা শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ব্রাজিলে ব্যাংক ডাকাতিকালে গোলাগুলিতে নিহত ১২


৮ ডিসেম্বর ২০১৮ ২৩:৪৬

ছবি সংগৃহিত

ব্রাজিলের দুটি ব্যাংকে ডাকাতির সময় গোলাগুলিতে ডাকাত ও জিম্মিসহ ১২ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ সিয়ারার মিলাগ্রেস শহরে শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে।

মিলাগ্রেসের মেয়র লিয়েলসন লান্ডিন জানান, ডাকাতরা এক শিশুসহ চারজনকে জিম্মি করেছিল। জিম্মি করা ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য।

তিনি জানান, অপরাধীরা জিম্মিদের হত্যা করে আর অপরাধীদের হত্যা করে পুলিশ।