কৃষকদের বিক্ষোভের চাপে মোদী

তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে ভারতের লাখ লাখ কৃষক। এই বিক্ষোভটি মোদী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশের একটিতে পরিণত হতে যাচ্ছে। ক্ষমতায় আসার পর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো বড় ধরনের বিক্ষোভের মুখে পড়লো ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার কৃষিখাতে ঋণ মওকুফ, শস্যের মূল্য বৃদ্ধির দাবিতে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি জমা দেবেন আন্দোলনরত কৃষকরা। খবর রয়টার্স।
বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে পার্লামেন্ট অভিমুখে অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় সেখানে স্ট্রিট পুলিশ স্টেশনের কাছে প্রায় ৩৫ হাজার কৃষককে আটকে রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কৃষকদের দুই শতাধিক দল
বিক্ষোভকারীদের নেতা যোগেন্দ্র যাদব বলেন, ‘একের পর এক কৃষক আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। যারা আমাদের খাবারের যোগান দেন তাদের জন্য সরকারের কাছে কোনো সময় নেই, এটা ভীষণ লজ্জার।’
আন্দোলনরত কৃষকরা দাবি করেন, ‘মোদী সরকারের গ্রহণ করা নীতি কৃষকদের এই দুর্দশার জন্য দায়ী। মোদীর কৃষক বিরোধী নীতি আমাদের সবচেয়ে বড় আঘাত দিয়েছে। অথচ আমি নিজে বিজেপিকে ভোট দিয়েছিলাম।’
গত বছর কৃষিজাত পণ্যের মূল্য বৃদ্ধির দাবিতে মধ্য প্রদেশের কৃষকরা আন্দোলন শুরু করেছিল। ওই আন্দোলন দমাতে পুলিশের গুলিতে অন্তত ছয় কৃষক নিহত হয়।