ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


বাংলাদেশে জামায়াত-হেফাজত নিষিদ্ধ চেয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রস্তাব


১ ডিসেম্বর ২০১৮ ০৯:০৪

ছবি সংগৃহিত

জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও হেফাজতে ইসলামের মতো ধর্মীয় সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি প্রস্তাব তোলা হয়েছে।

দেশের স্থিতিশীলতা এবং গনতন্ত্রের জন্য ইসলামী সংগঠনগুলো হুমকি হওয়ায় দেশটি এই ধরনের প্রস্তাব তুলেছে।

ইন্ডিয়ানা রাজ্যের রিাপবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান টুলসি গ্যাবার্ডের উত্থাপিত এই প্রস্তাব হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে পাঠানো হয়েছে।

‘বাংলাদেশে সক্রিয় ধর্মীয় গোষ্ঠীগুলোর গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ’শিরোনামের এই প্রস্তাবে নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট সংগঠনগলোর সঙ্গে সব ধরনের অংশীদারিত্ব ও তহবিল সংগ্রহের পথ বন্ধ করতেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রতি আহ্বান জানানো হয়েছে।
এমএল