ফিলিপাইনে ৩ পুলিশ কর্মকর্তাকে ৪০ বছর পর্যন্ত সাজা

ফিলিপাইনে তিন পুলিশ কর্মকর্তাকে দোষী করে ৪০ বছর পর্যন্ত সাজা দিয়েছে দেশটির আদালত। ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যার দায়ে এ রায় দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) আদালতে তাদের দোষী বলে সাব্যস্ত করা হয়।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের শাসনামলে বেশকিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়। কিন্তু দুতার্তের ক্যাম্পেইন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে এই প্রথম কোনও শাস্তি দেয়া হলো।
২০১৬ সালে দুতার্তে মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেন। তখন অনেক বিচারবহির্ভূত হত্যা সংঘটিত হয়। অনেকে মনে করেন, ওই ক্যাম্পেইনে ৫ হাজার মানুষকে হত্যা করে পুলিশ। এছাড়া আরও অনেকে দুর্বৃত্তদের হাতে নিহত হন।
এর আগে ক্যাম্পেইনের সময় হত্যার দায়ে কোনও পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হলে তাকে ক্ষমা করে দেবেন বলে ঘোষণা দেন দুতার্তে। এই প্রথম তার ওই ঘোষণা চ্যালেঞ্জের মুখে পড়লো।
এ সম্পর্কে মামলাটির বিচারক রডলফো অজুসিনা জুনিয়র বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর অপ্রয়োজনীয় ব্যবহার কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটা তাদের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়া ‘আগে গুলি করো, তারপর দেখা যাবে’- এমন নীতি কোনওভাবেই মেনে নেয়া যায় না।
আইনজীবীরা জানান, এই মামলা যাকে নিয়ে হয়েছে সেই কিয়ান লয়েড নামের কিশোর মাদক ব্যবসায়ী ছিল না। কিন্তু তাকে মাদক ব্যবসায়ী ভেবে হত্যা করে পুলিশ।