ঢাকা শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


চীনে বিস্ফোরণে নিহত ২২


২৮ নভেম্বর ২০১৮ ২০:২৭

চীনের  ঝাঙজিয়াকো শহরে একটি রাসায়নিক কারখানার সামনে বিস্ফোরণে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। সেখানকার স্থানীয় প্রশাসন জানিয়েছে, বুধবারের ওই বিস্ফোরণ আরও ২২ জন আহত হয়েছে।

ঘটনার পর চীনের রাষ্ট্রীয় মিডিয়া বিস্ফোরণস্থলের যে ভিডিও প্রকাশ করেছে সেখানে কালো ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা গেছে। আর ঘটনাস্থলের প্রকাশ পাওয়া ছবিতে রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি ও ট্রাকের সারি দেখা গেছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ওই বিস্ফোরণের পর ৫০টি গাড়িতে আগুন ধরে যায়।

এদিকে ওই বিস্ফোরণের পর পাশেই থাকা হেবেই শেনগুয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রি কো.-র উৎপাদন বন্ধ করে দেয়া হয়। ওই বিস্ফোরণটি তাদের কারখানায় ঘটেনি বলে নিশ্চিত করেছেন হেবেই শেনগুয়ার মালিক প্রতিষ্ঠান ক্যামচায়না।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর ধরে যাওয়া আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে দমকলবাহিনী।

রাজধানী বেইজিংয়ের ১৫৬ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত এই ঝাঙজিয়াকো শহর। ২০২২ সালে রাজধানী বেইজিংয়ের সঙ্গে এই শহরেও শীতকালীন অলিম্পিকস অনুষ্ঠিত হবে।

চীনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। সেখানে প্রায় বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। ২০১৫ সালের আগস্ট মাসে দেশটির একটি বন্দরনগরী তিয়ানজিনে এক রাসায়নিক গুদামঘরে বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়েছিল।