রাস্তায় ময়লা ফেললে এক লাখ টাকা জরিমানা

রাস্তায় ময়লা ফেললে সর্বোচ্চ ১ লাখ টাকা অবধি জরিমানা।পশ্চিমবঙ্গের বিধানসভাতে গত সোমবার এমন একটি বিল পাস হয়ে গেছে।
ফলে এখন থেকে রাজ্যের সমস্ত পৌরসভার হাতে সেই ক্ষমতা চলে গেল, যা ব্যবহার করে তারা জরিমানা করতে পারবে।
পশ্চিমবঙ্গ মিউসিপ্যাল (দ্বিতীয় সংশোধন) বিল, ২০১৮-তেও রাখা হয়েছে এমন এক নিয়ম, যার ফলে রাস্তায় কোনো বর্জ্য ফেললে জরিমানা হতে পারে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত।
পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মঙ্গলবার বিধানসভায় জানান, মানুষের মনে সচেতনতা গড়ে তোলার জন্য এই দুই ক্ষেত্রেই জরিমানার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ।
তিনি আরো বলেন, সচেতনতা বৃদ্ধির জন্য বহু অনুষ্ঠানের আয়োজন করেছে পুরসভা। কিছুতেই কাজ হয়নি। কিন্তু এটা যেভাবেই হোক, থামাতেই হবে। যে কারণে আমরা জরিমানার পরিমাণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জরিমানা নেওয়াটা নয়, আমাদের উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি করা।