ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


মঙ্গলে ‘ইনসাইট ’ রোবটের সফল অবতরণ


২৮ নভেম্বর ২০১৮ ০১:৪৬

ছবি সংগৃহিত

নাসার রোবট ‘ইনসাইট’ মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করেছে।এ রোবটটি মঙ্গলে অবতারনের পরই ছবি ও তথ্য পাঠানো শুরু করেছে। বিবিসি।

রোবটের সফল অবতারনে প্রেসিডেন্ট ট্রাম্প নাসায় ফোন দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, গ্রিনিচ মান সময় ২৬ নভেম্বর রাত ৭টা ৫৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৫৩ মিনিটে) রোবটটি মঙ্গলে পৌঁছায়।

রোববটি মঙ্গলে সফলভাবে অবতরণের পরপরই এর নিয়ন্ত্রণ কক্ষ ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশান ল্যাবরেটরির (জেপিএল) বিজ্ঞানীরা উল্লাসে ফেটে পড়েন।

জেপিএলের প্রধান জেমস ব্রাইডেনস্টাইন এ দিনটিকে অভূতপূর্ব হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ার ফোর্স ঘাঁটি থেকে এই বছরের ৫ মে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইনসাইট।মঙ্গলে পৌঁছাতে নাসার এই মাহাকাশ যান পাড়ি দিয়েছে ৩০ কোটি ১২ লাখ ২৩ হাজার ৯৮১ মাইল পথ। মঙ্গলের এই মহাকাশ যানের ঘণ্টায় গতি ছিল ৬ হাজার ২০০ মাইল।

এমএল