ঢাকা শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ভারত সফর করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট


২৭ নভেম্বর ২০১৮ ০৯:৫২

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে এক মন্ত্রী সভায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলেহ জানান, তিনি ক্ষমতায় এসেছেন গত মাসের ১৭ তারিখ। তিনি আগামী ১০০ দিনের মধ্যে মালদ্বীপের সকল মন্ত্রীদের পদে মন্ত্রী পদনায়ন স্বয়ংসম্পূর্ণ করবেন ও তিনি আরো বলেন যে আগামী মাসের প্রথম সপ্তাহে মালদ্বীপের প্রতিবেশী দেশ ভারতে দিল্লিতে তিনা সরকারি ভাবে বিদেশে প্রথম সফর করবেন।

তিনি বলেন যে মালদ্বীপের আগের সরকার আব্দুল্লাহ ইয়ামীন আব্দুল গাইয়ুম ইন্ডিয়ার সাথে সম্পস্থ-সম্পর্ক ছিন্ন করেছেন ও চায়নার সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন তাই তিনি ইন্ডিয়ার সাথে আবার আগের মতো ভালো সম্পর্ক গড়ে তুলবেন ও চায়নার সাথে সমস্থ কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন করবেন বলে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সোলেহ জানিয়েছেন।

এমএ