ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ইরাকে বন্যায় নিহত অন্তত ২১


২৭ নভেম্বর ২০১৮ ০১:৩৪

ছবি সংগৃহিত

ইরাকে আকস্মিক বন্যায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে।প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক এই বন্যা সৃষ্টি হয়েছে ।এই বন্যার কারণে গত দুইদিনে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের বরাতে এ তথ্য জানা গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন। অন্যরা বাড়িতে আটকা পড়ে কিংবা গাড়ীতে চাপা পড়ে মরেছেন।

তিনি জানান, এই বন্যায় ১৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে।আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০০ ঘরবাড়ি । বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের আল সিরকাত শহরও ডুবে গেছে।