জর্ডানে হঠাৎ বৃষ্টি-বন্যায় নিহতের সংখ্যা ১২

ভারি বৃষ্টি ও হঠাৎ বন্যায় জর্ডানে কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ অবস্থায় জর্ডানের প্রাচীন নগরী পেত্রা এবং অন্যান্য জনপ্রিয় পর্যটন
এলাকা থেকে প্রায় সাড়ে তিন হাজারের বেশি পর্যটককে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।আল জাজিরা।
পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন
সরকারি মুখপাত্র জুমানা ঘুনাইমাত।
আর এসব পর্যটন এলাকা আকস্মিক বন্যার পর পরই বন্ধ করে দেয়া হয়েছে। তবে আজ রোববার থেকে পুণরায় এই সব পর্যটন এলাকা চালু করা হতে পারে বলে জানিয়েছেন শহরের প্রধান প্রশাসক সুলেইমান ফারাজাত। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, এর আগে কখনই ওই এলাকায় এমন বন্যা পরিস্থিতি দেখেননি।
শনিবার কেন্দ্রীয় জর্ডানের ওয়ালা জলাধারের কাছে নিখোঁজ হওয়া লোকজনকে উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। প্রাথমিক এক বিবৃতিতে
জুমানা ঘুনাইমাত জানিয়েছেন, বন্যায় গাড়ি ভেসে যাওয়ায় মাদাবা প্রদেশে দুই নারী এবং এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল থেকেই ভারি
বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
এমএল