সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৯

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সাহাফি হোটেল সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার তিনটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ দাঁড়িয়েছে বলে জানিয়েছে সোমালিয়ার পুলিশ। তবে এর আগে ১৭জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। খবর রয়টার্স'র।
শনিবার স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মেদ হুসেইনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের রয়টার্স নিউজ এজেন্সি।
মোহাম্মেদ হুসেইন রয়টার্সকে বলেন, গতকালের বোমা বিস্ফোরণের ঘটনাগুলোতে ৩৯ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। কারণ এখনও অনেকে নিখোঁজ রয়েছে।
শুক্রবার বিকেলে সোমালি পুলিশ ফোর্সের ক্রিমিনাল ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্ট (সিআইডি) সংলগ্ন সড়কে অবস্থিত সাহাফি নামক একটি হোটেল সংলগ্ন এলাকায় প্রথমে দুটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। এরপর হোটেলটির নিরাপত্তাকর্মীরা এবং সিআইডি’র কর্মকর্তারা গুলি ছোড়ে। তৃতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটে স্থানীয়ভাবে ‘টুক টুক’ নামক একধরনের ৩ চাকার গাড়িতে।
হোটেলটি ছাড়াও একটি ব্যস্ত শহর এই বিস্ফোরণের শিকার হয়। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত স্থানীয় জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
উল্লেখ্য যে, সোমালিয়ার শাসক মোহাম্মেদ সিয়াদ বারি ১৯৯০ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেঈ মূলত দেশটিতে সহিংসতা ও অনাচারের পরিমাণ বেড়েই চলেছে।
এল এস