ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


সরাইলে দুপক্ষের সংঘর্ষ


৮ এপ্রিল ২০২৫ ১২:০২

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার তের কোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

ওসি রফিকুল হাসান বলেন, তের কোন্দা গ্রামে দুপক্ষের মধ্যে ঝামেলা চলে আসছিল। এ নিয়ে এর আগে সালিশি বৈঠকও হয়েছিল। পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার সকালে দুপক্ষ ফের সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।