ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দু’টি ভয়াবহ দাবানলে অন্তত নয় জন প্রান হারিয়েছে।এছাড়া এই দাবানলে ঘরবাড়ি ছেড়েছে প্রায় দেড় লাখ মানুষ।
লস অ্যাঞ্জেলসের পশ্চিমাঞ্চলের বনাঞ্চল থেকে আগুন ছড়িয়ে একটি হাইওয়ে ও উপকূলের মালিবু শহরের পৌঁছে যায়। এতে মালিবুর বেশকিছু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।এর মধ্যে উত্তরাঞ্চল স্যাক্রামেন্তোর নিকটবর্তী একটি এলাকায় কয়েকটি গাড়িতে পাঁচজন আগুনে ঝলসে গেছে।
বিবিসি জানিয়েছে,প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। রাতারাতি লস অ্যাঞ্জেলসের ‘১০১ হাইওয়ে’তে পৌছে যায় আগুন। স্থানীয় সময় শুক্রবার দুপুরের মধ্যে প্রায় ১৪ হাজার একর জায়গাজুড়ে দাবানলের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে। গত বুধবার এক বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হওয়ার ঘটনাস্থল থাউজেন্ড ওকের নিকটবর্তী এলাকাগুলোতেও দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে।
কতৃপক্ষ ক্যালাবাসাস, থাউজেন্ড ওক ও লস অ্যাঞ্জেলসের পশ্চিমে সুপরিচিত‘১০১ হাইওয়ে’র দক্ষিণের মালিবু শহরের সব বাড়িঘর খালি করতে বলেছে ।এখানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী লেডি গাগারও একটি বাড়ি রয়েছে। তিনি তাঁর বাড়ি খালি করেছেন বলে জানিয়েছেন।