ইসরাইলকে বাদ দিয়ে সুইডিশ যোদ্ধা বিমান কেনার ঘোষণা কোলম্বিয়ার

হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে ইসরাইলকে বাদ দিয়ে এবার সুইডেনের কোম্পানি সাব থেকে ২৪টি যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে কোলম্বিয়া। এর ফলে কোলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হচ্ছে ইসরাইলের।
সম্প্রতি সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই বিষয়টি নিশ্চিত করেছেন। খবর টাইমস অব ইসরাইলের।
Advertisement
তিনি লিখেছেন, কোলম্বিয়ার সঙ্গে বিমান কেনার বিষয়ে আলোচনা চলছে। খুব শিগিরি কার্যকর করা হবে।
এ বিষয়ে কোলম্বিয়ার এয়ারস্পেস ফোর্সের প্রধান কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, তারা সাবের সঙ্গে চুক্তির বিস্তারিত বিষয়ে এখনো কাজ করছে, তাই শেষ পর্যন্ত ২৪টি বিমান অথবা কম সংখ্যক বিমান কেনা হতে পারে।
কোলম্বিয়ার কাছে বর্তমানে ২২টি ইসরাইলি তৈরি কফির যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ১৯৮০-এর দশকে কেনা হয়েছিল। এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ শুধুমাত্র ইসরাইলি কোম্পানি দ্বারা করা সম্ভব। এই বিমানগুলোকে ব্যবহার করে কোলম্বিয়া গেরিলা ক্যাম্পগুলোতে আক্রমণ চালাতে। দেশটির সন্ত্রাসী গেরিলা গোষ্ঠীকে দমন করার জন্য বিমানগুলো ব্যবহার করা হয়ে থাকে।
নতুন বিমান কেনার ঘোষণা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ঘাটতির বিষয়টি সামনে এসেছে। বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো প্রশাসন ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং সুইডেনের মতো দেশগুলোর থেকে নির্দিষ্ট প্রস্তাবনা পর্যালোচনা করছে।
এয়ারস্পেস ফোর্সের প্রধান কমান্ডার জানান, কফির বিমানগুলো এখনো চলবে। নতুন চুক্তি সম্পন্ন হলে, পুরনো বিমানগুলো নতুন বিমান আসার সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করা হবে।