ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


ইসরাইলি অর্থমন্ত্রীর পদত্যাগ


১ এপ্রিল ২০২৫ ০৯:৪২

সংগৃহীত

ইসরাইলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মট্রিচ সোমবার পদত্যাগ করেছেন। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী জোট সরকারের মধ্যকার উত্তেজনা আরও গভীর হলো।

 

স্মট্রিচ অবশ্য নেসেটে উগ্র ডানপন্থী রিলিজিয়াস জায়ানিজম দলের এমপি হিসেবে কাজ করবেন। তিনি এই দলের নেতা।

 

নেসেট সদস্য জভি সুকটের পুনর্বহাল নিয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে মতবিরোধের জের ধরে তিনি পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে রিলিজিয়াস জায়ানিজম পার্টি ওতজমা ইয়েহুদিত পার্টির প্রধান বেন-গভিরকে ওয়াদা বরখেলাফ করার জন্য অভিযুক্ত করেছে।

 

ইসরাইলি উগ্র ডানপন্থী জোট সরকারের মধ্যে ক্রমবর্ধমান বিরোধকে আরও বাড়িয়ে দিল এই পদক্ষেপ। কয়েক মাস ধরেই গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতি নিয়ে জোটের মধ্যে ফাটল দেখা দিয়েছে।

 

তবে এর ফলে সরকার পতনের কোনো শঙ্কার সৃষ্টি হয়নি। গত সপ্তাহে ইসরাইলের পার্লামেন্ট ২০২৫ সালের বাজেট পাস করেছে।

 

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকে স্মট্রিচ সকল ধরনের যুদ্ধবিরতি উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন। তিনি বলছিলেন, যেকোনো ধরনের যুদ্ধবিরতি হলে তিনি পদত্যাগ করবেন। তিনি অধিকৃত পশ্চিমতীরকে ইসরাইলের ভূমি হিসেবে গ্রহণ করার পক্ষে। তিনি গাজা উপত্যকা স্থায়ীভাবে দখলে রাখতে চান, সেখানে অবৈধ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের রাখার পক্ষে।

 

সূত্র: রয়টার্স, আনাদোলু অ্যাজেন্সি