ঢাকা মঙ্গলবার, ১লা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১


লন্ডন কাউন্সিল উপনির্বাচনে ফিলিস্তিনিপন্থি স্বতন্ত্র প্রার্থীর জয়


২৯ মার্চ ২০২৫ ১৫:১৭

সংগৃহীত

লন্ডন কাউন্সিল উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন একজন ফিলিস্তিনিপন্থি স্বতন্ত্র প্রার্থী। এটি ইঙ্গিত দিচ্ছে, ক্ষমতাসীন দল গত জুলাইয়ের নির্বাচনের পর থেকে তাদের ইসরাইলি নীতির কারণে হারানো সমর্থন ফিরে পায়নি।

 

এক প্রতিবেদনে মিডল ইস্ট আই বলছে, রেডব্রিজ এবং ইলফোর্ড ইন্ডিপেন্ডেন্টসের নূর জাহান বেগম মেফিল্ড কাউন্সিল উপনির্বাচনে ১,০৮০ ভোট পেয়ে স্থানীয় লেবার প্রার্থীর বিরুদ্ধে জয়ী হয়েছেন। লেবার পার্টির ওই প্রার্থী পেয়েছেন ৬৬৩ ভোট। 

 

উল্লেখ্য, উত্তর-পূর্ব লন্ডনের রেডব্রিজে মুসলিম জনসংখ্যা বেশি। যদিও নির্বাচনের আগে স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিংসহ উচ্চ-প্রোফাইল লেবার পার্টির ব্যক্তিত্বরা ওই এলাকায় বেশ প্রচার-প্রচারণা চালায়। 

 

উপনির্বাচনটি ইঙ্গিত দেয়, ইসরাইল সম্পর্কে যুক্তরাজ্যের নীতি কিছু এলাকায় ব্রিটিশ নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলছে, যা সম্ভবত লেবার নেতৃত্বের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

 

স্থানীয় ম্যাজিস্ট্রেট এবং বিজয়ী প্রার্থী নূর জাহান বেগম, কাউন্সিল ট্যাক্স, অপরাধের মাত্রা এবং আবাসনসহ স্থানীয় বিষয়গুলোর পাশাপাশি ‘ফিলিস্তিন এবং ইউক্রেনের জন্য ন্যায়বিচার’-নিয়েও প্রচারণা চালিয়েছেন। 

 

নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গাজা। সেসময় ভোটারদের হাতে বিতরণ করা লিফলেটগুলিতে ফিলিস্তিনি পতাকা শোভা পাচ্ছিল।