যুক্তরাষ্ট্রে পানশালায় গোলাগুলিতে ১২ নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি পানশালায় এলোপাতাড়ি গুলিবর্ষণে ১২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন । এ ঘটনায় দেশটির সাবেক মেরিন সেনাসদস্য ইয়ান ডেভিড লং (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের থাউজ্যান্ড ওকের একটি পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী।
সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ওই পানশালায় গানের অনুষ্ঠান চলছিল। সেখানে তখন দুই শতাধিক লোকের উপস্থিতি ছিল। যাদের অধিকাংশই ছিল কলেজ শিক্ষার্থী। হামলা থেকে বেঁচে আসা ব্যক্তিরা জানিয়েছেন, হামলাকারী সম্পূর্ণ ঠাণ্ডা মাথায় গুলি চালিয়েছে।
বিবিসি জানায়, এ ঘটনায় আটক সন্দেহভাজন ইয়ান ডেভিড লং আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করে একাধিক সম্মাননা অর্জন করেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মেরিন সেনা হিসেবে কর্মরত ছিলেন তিনি । ২০১০-১১ সালে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করে ডেভিড লং অর্জন করেছিলেন ‘মেরিন করপোরাল’, ‘গুড কনডাক্ট মেডেল’, ‘আফগানিস্তান ক্যাম্পেইন মেডেল’ এবং ‘গ্লোবাল ওয়ার টেররিজম সার্ভিস মেডেল’।
মার্কিন পুলিশ বলছে, ‘লং মানসিকভাবে অসুস্থ ছিলেন। চলতি বছরের এপ্রিলেও এ-সংক্রান্ত চিকিৎসা নিয়েছেন তিনি। ২০১৭ সালের এপ্রিলে মানসিক চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন তিনি। পরে তাকে সুস্থতার ছাড়পত্র দেন চিকিৎসকরা।
যুক্তরাষ্ট্রে চলতি বছরে গোলাগুলিতে ১২ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে তিন হাজারই শিশু।
আরকেএইচ