৭৫ কিশোরকে বলাৎকার করলো এক থাই সেনা!

১৩-১৮ বছর বয়সী প্রায় ৭৫ কিশোরকে বলাৎকার করেছে এক থাই সেনা। ওই থাই সেনা এইডস রোগে আক্রান্ত বলে জানা গেছে। থাইল্যান্ডের খোন কেন প্রদেশে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। খবর এএফপি।
৪৩ বছর বয়সী অভিযুক্ত ওই সেনা কর্মকর্তা খোন কেন প্রদেশে বসবাস করেন। একটি সমকামী ‘ডেটিং অ্যাপ’-এ তিনি নিজের ভুয়া একাউন্ট খুলেন। সেই অ্যাপসের মাধ্যমে এই কিশোরদের আমন্ত্রণ জানাতের। দেখা করার পর তিনি কিশোরদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতেন। তারপর ‘ডেটিং অ্যাপ’-এ সেই ঘনিষ্ট ছবি পাঠিয়ে ওই কিশোরদের ভয় দেখিয়ে জোর করে যৌনসঙ্গমে বাধ্য করত সে।
এ বিষয়ে থাইল্যান্ডের টেকনোলজি ক্রাইম টাস্ক ফোর্সের আধিকারিক (ডেপুটি) সুরাচাতে হাকপার্ন জানান, অভিযোগের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বলাৎকারের অভিযোগ স্বীকার করেছে সে। এই ঘটনায় ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে অপ্রাপ্তবয়ষ্কদের প্রতারণা, বলাৎকার, যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে অপ্রাপ্তবয়ষ্কদের ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সর্বাধিক ২০ বছরের জেল হতে পারে ওই সেনার।
সূত্র: জি নিউজ
আরকেএইচ