ঢাকা সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৩


৯ নভেম্বর ২০১৮ ০০:৩৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বারে শতাধিক কলেজ ছাত্রছাত্রীদের একটি সংগীত অনুষ্ঠান চলাকালে এক বন্দুকধারীর গুলিতে, এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ থেকে ১৫ জন। পরে ওই বন্দুকধারী নিজেই গুলি করে আত্মহত্যা করেন। খবর ডেইলি মেইল ও লস অ্যাঞ্জেলস টাইমসের।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় সময় বুধবার (৭ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে লস অ্যাঞ্জেলস থেকে ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে থাউজ্যান্ড ওকস এলাকায় বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে কালো রঙের ওভারকোট পরিহিত সন্দেহভাজন এক বন্দুকধারী ১৮ বছরের তরুণ-তরুণীদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। এতে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন দারোয়ান, বারের এক নারী কোষাধ্যক্ষ ও কয়েকজন কলেজ শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে । হতাহতের সময় বারটিতে কলেজ কান্ট্রি সংগীত সন্ধ্যা চলছিল। ওই সময় সেখানে অন্তত ২০০ জন উপস্থিত ছিলেন।

ভেঞ্চুরা কাউন্টি পুলিশ কার্যালয়ের ক্যাপ্টেন গারো কুরেদজিয়ান বলেছেন, জরুরি নম্বর ৯১১-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডেপুটি শেরিফ সার্জেন্ট রন হেলাস। সেখানে তিনি গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। পরে তিনি সেখানে মারা যান। গত ২৯ বছর ধরে তিনি পুলিশ বিভাগে চাকরি করছেন। দুই এক বছরের মধ্যে চাকরি থেকে অবসরে যাওয়ার কথাও ছিল তার।

হামলাকারী বারের প্রবেশদ্বারে এসে প্রথমে দারোয়ানকে গুলি করে ভেতরে চলে যান। পরে তিনি এক নারী কোষাধ্যক্ষকে গুলি করে ড্যান্স ফ্লোরে দর্শকদের ওপর স্মোক গ্রেনেড ছুড়ে দেন এবং এলোপাথাড়ি গুলি করতে থাকেন। পরে পুলিশ জরুরি নম্বরে ফোন পেয়ে রাত ১১টা ২৩ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে বন্দুকধারীর সঙ্গে তাদের গুলাগুলির ঘটনা ঘটে। এতে ডেপুটি শেরিফ গুলিবিদ্ধ হন। এরপর তাকে স্থানীয় লস রবলেস হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান।
এর কিছুক্ষণ পর সোয়াট টিম ঘটনাস্থলে এসে পোঁছান। তারা বারের ভেতর থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করেন। এই সময় সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া যায় সেখানে। ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি নিজেও আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে অন্তত ২০০ ব্যক্তি উপস্থিত ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার সময় বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে উপস্থিত ছিলেন হল্ডেন হারাহ। প্রায় প্রতি সপ্তাহে বন্ধুদের সঙ্গে তিনি এখানে আসেন বলে সিএনএনকে জানান। তিনি বলেন, ‘প্রায় ছয় মাস হলো এখানে এসেছি। বন্ধুবান্ধবীদের সঙ্গে আড্ডা দেয়ার জন্য এটি চমৎকার জায়গা। একজন ভদ্রলোক সামনে দরজা দিয়ে প্রবেশ করে গেটের সামনে দাঁড়াল এবং ডান পাশে কাউন্টারের সামনে থাকা একজন তরুণীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে ওই ব্যক্তি। রব রেনল্ডস বলেন, ‘বন্দুকধারী একটি স্বয়ংক্রিয় পিস্তল থেকে গুলি ছুড়েছে। পিস্তলের পাশাপাশি সন্দেহভাজন হামলাকারী স্মোক গ্রেনেড ব্যবহার করেছেন।

পরে কল পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে কিছুক্ষণ গুলাগুলির পর ঘটনার সমাপ্তি ঘটে।

এসআই