গুয়েতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৫১

গুয়েতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাসটির ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বাসটি সোমবার গুয়েতেমালার রাজধানী থেকে একটি ব্যস্ত সড়ক থেকে যাওয়ার পথে পুয়েন্তে বেলিসে দুর্ঘটনার কবলে পড়ে। সেতু পারাপারের সময় বাসটি খাদে পড়ে যায়।