চীনে ভূমিধসে ৩০ জনের বেশি নিখোঁজ

চীনে ভয়াবহ এক ভূমিধসের ঘটনায় অন্তত ১০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে এবং ৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে।
শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এ দুর্যোগের ঘটনা ঘটে।
দেশটির সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান প্রদেশের ইবিন শহরের একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে এ ভূমিধসের ঘটনা ঘটে।
দুর্যোগ মোকাবিলার জন্য স্থানীয় ভূতাত্ত্বিক দুর্যোগ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা দুপুরের পর সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।
এর আগে দুই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত এবং সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। সূত্র: আনাদোলু